বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১

প্রকাশিত : ০৭:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁয় পা ছাড়াই জন্ম নিল বাছুর

নওগাঁয় পা ছাড়াই জন্ম নিল বাছুর

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পূর্ব পাড়া এলাকায় পা ছাড়াই একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  সকালে। বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন মানুষ। 

জানা যায়, স্বামী ও এক প্রতিবন্ধী সস্তানকে নিয়ে বসবাস করেন সামসুন নাহার। পাঁচ বছর আগে হাট থেকে একটি দেশি জাতের গাভী কিনে অন্যের কাছে বর্গা দেন। সেখানে তিনটি বাছুর জন্ম হয়েছিল সুস্থ ও স্বাভাবিক। এ বছর বর্গা থেকে নিয়ে এসে বাড়িতে পালন করছেন গাভীটি। গত মঙ্গলবার সকালে গাভীটি পা বিহীন একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটিকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন। সামসুন নাহার জানান, বাছুরটিকে জন্মের পর থেকে কোলে তুলে মায়ের দুধ খাওয়াতে হচ্ছে। এছাড়া চলা ফেরা করতে পারছে না। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন বাছুরটি দেখতে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ