বইমেলার বাকি ২ দিন, পুরোদমে চলছে প্রস্তুতি
আর মাত্র দুইদিন পরই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। দরজায় কড়া নাড়ছে মেলা উদ্বোধনের দিনক্ষণ। এখন মেলা প্রাঙ্গণে পুরোদমে চলছে স্টল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
বেশিরভাগ স্টলের কাজ ৪৫ থেকে ৫০ শতাংশ শেষ হয়েছে। আগামী দুই দিনে শতভাগ কাজ শেষ করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আয়োজকদের দাবি, মেলা শুরুর আগেই শতভাগ স্টলের কাজ হয়ে যাবে।
প্রকাশকরা বলছেন, বাংলা একাডেমি স্টল বরাদ্দ দিতে দেরি করায় স্টল নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়েছে। মেলা শুরুর পরও সব স্টল প্রস্তুত করতে সপ্তাহখানেক লাগতে পারে।
সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্টলের কাঠামো দাঁড় করানোর কাজ চলছে। কিছু কিছু স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের নামের বোর্ড লাগানো হয়েছে। স্টল বানানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। সব স্টলেই শ্রমিকদের নির্দেশনা দিতে উপস্থিত প্রকাশনার কর্মকর্তারা। মেলা প্রাঙ্গণে এখন শুধু হাতুড়ি-পেরেকের শব্দ। এছাড়া রং-তুলির আঁচড়েও সাজিয়ে তোলা হচ্ছে কোনো কোনো স্টলে। রঙিন নামফলক নজর কাড়ছে অনেকের।
সূত্র: ডেইলি-বাংলাদেশ