রাষ্ট্র সংস্কারে আমাদের সফল হতেই হবে: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্র সংস্কার কাজে আমাদের সফল হতেই হবে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র-জনতা দেশের এই ক্রান্তিলগ্নে আমাকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি।
তিনি বলেন, দেশের সব বয়সের, সব পেশার, সব মতের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবার সহযোগিতায় রাষ্ট্র সংস্কারকাজে আমাদের সফল হতে হবে। এজন্য আমাদের সবার কাজ করতে হবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ