বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিজিবির ধানের চারা বিতরণ
কুমিল্লায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩৫০০ আঁটি ইরি ২২ জাতের ধানের চারা বিতরণ করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার খেলার মাঠ প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়। চারা সংগ্রহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেজর আরাফাত হোসেন অনিক।
বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যখন বীজতলা তৈরির জমির অভাবে বিপর্যস্ত, তখন বিজিবি কুমিল্লা জেলায় সমন্বিত উদ্যোগে বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করে জমি চাষের আওতায় নিয়ে আসে। পর্যায়ক্রমে আরো বেশি সংখ্যক কৃষককে পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনাও এ বাহিনীর রয়েছে। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতেও এ বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, আকস্মিক বন্যায় কুমিল্লার বিবির বাজার অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবির) এ সকল গৃহহীনকে ঘর করে দেওয়াসহ গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ