বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ || ৬ অগ্রাহায়ণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৩:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৪

৬ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ দিয়ে আমদানি-রপ্তানি শুরু

৬ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ দিয়ে আমদানি-রপ্তানি শুরু
সংগৃহীত

টানা ৬ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী সদস্য আমলগীর জুয়েল। 

তিনি জানান, পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অতিরিক্ত অর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিল আমদানি-রপ্তানিকারকরা। পরে পানামা পোর্ট লিংক লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আমদানি-রপ্তানিকারকরা জেলা প্রশাসকের সাথে বসে এর সুষ্ঠু সমাধান হওয়ায় আজ থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়। 

তিনি আরও জানান, তবে আগের অবস্থানে পানামা পোর্ট লিংক লিমিটেড কার্যক্রম করলে আবারও কঠোর অবস্থানে যাবে আমদানি-রপ্তানিকারকরা জানান তিনি।

এদিকে, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, পানামার কার্যক্রম চালু ছিল। তবে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ