রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১২:২৪, ৩ জুলাই ২০২৪

ঈদ ও গ্রীষ্মের ছুটির পর আজ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

ঈদ ও গ্রীষ্মের ছুটির পর আজ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
সংগৃহীত

দেশের জুনিয়র সেকেন্ডারি ও সেকেন্ডারি লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি কমিয়ে ২৬ জুন বুধবার থেকে খুলেছে। তবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে প্রাথমিক বিদ্যালয় জুলাই পর্যন্ত বন্ধ ছিল। আজ বুধবার (৩ জুলাই) প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জুনিয়র সেকেন্ডারি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। ছুটির কথা ছিল ২ জুলাই পর্যন্ত। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার (২৬ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে শুক্রবার ছাড়াও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

সিলেবাস অনুযায়ী, এ বছর পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিল। এ ছাড়া শনিবার বন্ধ পুনরায় চালু হওয়ায় কাজের দিন কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি ছোট করা হয়।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ