বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ || ১৮ পৌষ ১৪৩১

প্রকাশিত : ০৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৮

বরের বয়স ১০, কনের ৮

বরের বয়স ১০, কনের ৮

বাল্যবিবাহ নিষিদ্ধ। কিন্তু তারপরেও বেশ ধুমধাম করেই ৮ বছরের পাত্রীর সঙ্গে বিয়ে হয়ে গেল ১০ বছরের পাত্রের। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা রীতিমত ভাইরাল হয়ে গেছে। তবে এ নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে।

পৃথিবীর অনেক দেশের মতোই বাল্যবিবাহ আইনসিদ্ধ নয় রোমানিয়াতেও। কিন্তু তাতে আটকায়নি এই বিয়ে। এক ঘর অতিথির সামনেই হয়েছে এই বিয়ে।

একটি ভিডিওতে দেখা গেছে, গাউন পরিহিত একদল নারী এক ক্ষুদে কনেকে বিয়ের জন্য তৈরি করছেন। তাকে সুন্দর করে মেকআপ করিয়ে দেয়া হচ্ছে।

রোমানিয়ার অধিকাংশ দেশেই বাল্যবিবাহ বেআইনি। জিপ্সি কমিউনিটিতেও বাল্যবিবাহের জন্য হাজতবাস অনিবার্য। কিন্তু তা সত্ত্বেও রোমানিয়া সরকার বা জিপ্সি কমিউনিটি কেউই এই বিয়ে নিয়ে কোন মন্তব্য করেনি।

তবে এর সপক্ষে যুক্তি দিয়েছেন ডন ভকিন নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, জিপ্সি কমিউনিটিতে এই বিয়ের মানে হচ্ছে একে অপরকে পছন্দ করে রাখা। প্রাপ্তবয়স্ক হলেই আবারও বিয়ে হবে তাদের।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ