বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১২:৩০, ২২ মে ২০২৪

মাথার সামনের টাক দূর করবেন ঘরোয়া যে উপায়ে

মাথার সামনের টাক দূর করবেন ঘরোয়া যে উপায়ে
সংগৃহীত

শীতকালে কম বেশি সবারই চুলের সমস্যা দেখা যায়। চুল অত্যন্ত রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে এ সময়ে। অনেকের আবার অতিরিক্ত পরিমাণে চুল পড়া শুরু হয়। এরকম আরও অনেক সমস্যায় ভুক্তভোগী হয়ে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা হয়, যা চুলের জন্য একদম ভালো নয়। তাই এ সমস্যা সমাধানে জোয়ানের তেল ব্যবহার করতে পারেন। যা চুলের জন্য বেশ কার্যকরী।

জেনে নিন টাক দূর করতে জোয়ানের তেল যেভাবে ব্যবহার করবেন-

  • চুলের যত্নে সহজেই জোয়ানের তেল ব্যবহার করতে পারেন। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল ফিরতে সময় লাগে না। যাদের চুলে সময়ের আগেই পেকে যাচ্ছে, তারা এই তেল ব্যবহার করতে পারেন।
  • চুল পড়ার সমস্যাও নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন জোয়ানের তেল।
  • মাথার তালুতে কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে বা খুশকির সমস্যায় সহজেই এই তেল ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
  • ফাঙ্গাল ইনফেকশন কমানোর জন্য আপনি এই তেল ব্যবহার করতে পারেন। জার্নাল অফ ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে ২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণায় জোয়ানের তেলের কয়েকটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় যে, জোয়ানের তেলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান।
  • এ ছাড়া অ্যান্টি ফাঙ্গাল উপাদানও আছে। যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ধ্বংস করতে সাহায্য করে। তাই আপনার মাথার তালুতে কোনো ফাঙ্গাল ইনফেকশন কিংবা খুশকি হলে নিয়মিত জোয়ানের তেল ব্যবহারে উপকার পেতে পারেন।
  • প্রকৃতির নিয়মে বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকে। কিন্তু নানা কারণে অনেকেরই অল্প বয়সে চুল সাদা হয়ে যায়। কেউ কেউ এটিকেই নতুন স্টাইল স্টেটমেন্ট হিসেবে ধরে নেন। কিন্তু অনেকেই এটি মেনে নিতে পারেন না। তাই বারবার চুলে রং করতে থাকেন। এমন কিছু পদ্ধতিও আছে, যা ব্যবহার করলে সহজেই চুলে সাদা হবে না। জোয়ানের তেল ব্যবহারে পাকা চুল কালো হয় না। কিন্তু প্রিম্যাচিওর গ্রেয়িং রুখে দিতে পারে।
  • কয়েক ফোঁটা জোয়ানের তেল নিন। সেটি হাতের আঙুলের সাহায্যে মাথার তালুতে ভালো করে লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে তালু মাসাজ করে নিন। কয়েক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
  • শীতকালে অনেকেরই অতিরিক্ত পরিমাণে চুল পড়তে থাকে। চুলের গোড়া দুর্বল হওয়ার কারণে সহজে চুল ভেঙে যেতে পারে। কিন্তু জোয়ানের তেল নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হতে পারে। তাই সহজেই চুল ভেঙে যায় না, চুল হয় ঝলমলে। এ ছাড়া ফাঙ্গাল ইনফেকশনের কারণে যদি চুল উঠতে থাকে, তবে জোয়ানের তেল ব্যবহারে উপকার পেতে পারেন আপনি।
  • সবার চুলের সমস্যা একরকম হয় না, ভিন্ন ভিন্ন সমস্যা হয়। চুল রুক্ষ বা অতিরিক্ত আঠালো হয়ে থাকে। চুলের আগা ফাটা নিয়েও ভুক্তভোগী হন অনেকে। নিয়মিত জোয়ানের তেল ব্যবহারে উপকার পাবেন।
  • জোয়ানের তেল সরাসরি চুলে মালিশ করতে পারেন। তবে অনেক বিশেষজ্ঞের মতে, এই তেল চুলে সরাসরি না লাগিয়ে অন্য তেলের সঙ্গে মিশিয়ে তালুতে লাগানো ভালো।
  • একটি পাত্রে নারকেল তেল নিয়ে গরম করে নিন। তাতে পরিমাণ মতো জোয়ান মিশিয়ে দিন। তেল ফুটিয়ে ঠান্ডা করে নিন। ছেঁকে নিয়ে ব্যবহার করুন।
  • আপনি নারকেল তেল, অলিভ কিংবা আমন্ড অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা জোয়ানের তেল মিশিয়ে নিন। সেই তেল ভালো করে আপনার তালুতে মালিশ করুন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন।
  • তালুতে কোনো সমস্যা থাকলে বা চুলের কোনো চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো তেল ব্যবহার করবেন না।

সূত্র: Rtv News

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ