বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ || ১৪ কার্তিক ১৪৩১

প্রকাশিত : ০৪:৪৫, ২৮ এপ্রিল ২০২৩

গাইবান্ধায় শুরু হয়েছে দলবেঁধে মাছ ধরা মৌসুম

গাইবান্ধায় শুরু হয়েছে দলবেঁধে মাছ ধরা মৌসুম

গাইবান্ধায় শুরু হয়েছে দলবেঁধে মাছ ধরা মৌসুম। এভাবে দলবেঁধে মাছ ধরাকে স্থানীয়ভাবে বলা হয় বৈত মৌসুম। সাধারণত কার্তিক মাসের প্রথমদিক থেকে শুরু করে মাঘ মাস অবধি যখন বড় বড় বিল, নদী ও খালে পানি কমে যায় তখনি এ মৌসুম শুরু হয়।

জেলা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঝিনিয়ার বিল ও কুপতলা ইউনিয়নের নলিগলির বিলে মাছ ধরার মধ্য দিয়েই শুরু হয়েছে এ মৌসুম।

স্থানীয়রা জানান, গাইবান্ধার ছয়টি উপজেলাতে রয়েছে পৃথক পৃথক সৌখিন মাছ ধরার দল। বৈত দলের আলোচনার ভিত্তিতে মাছ ধরার নির্দিষ্ট জলাশয়, তারিখ, সময়, যাত্রার স্থান নির্ধারণ করে গ্রামের হাট-বাজারে ঢোল পিটিয়ে তা জানিয়ে দেওয়া হয়।

নির্ধারিত স্থানে যথা সময়ে শিঙ্গায় ফুক দেওয়া হয় বার বার। আর শিঙ্গার শব্দ শুনে নিজ নিজ পছন্দ মতো মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে দলবেঁধে সমবেত হতে থাকে সৌখিন শিকারিরা।

যে কেউ এতে সামিল হতে পারেন। সে কারণে একটি বৈতের দল যখন কোনো বিল বা নদীতে একযোগে দলবেঁধে মাছ ধরার জন্য নামে। সবার হাতে থাকে মাছ ধরার সরঞ্জাম পলো, হ্যাংগার জালি, পলো জালি, হ্যাগা, মুঠ জাল, কোঁচা, ক্যাটা ইত্যাদি। বৈত উৎসবে অংশ নেওয়াদের মধ্যে অনেকে মাছ পান আবার অনেকে একটি মাছও পান না। কিন্তু কারও কোনো দুঃখ থাকে না।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ