বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ || ৬ অগ্রাহায়ণ ১৪৩১

প্রকাশিত : ০৩:১২, ২ নভেম্বর ২০২৩

ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬টি পেট্রল বোমা উদ্ধার

ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬টি পেট্রল বোমা উদ্ধার

গাইবান্ধার ফুলছড়িতে একটি মাদরাসার মাঠ থেকে আটটি ককটেল ও ছয়টি পেট্রল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া আলীম মাদ্রাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রজব আলী।

বুধবার রাতে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার বারান্দায় কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মাদ্রাসার বারান্দা থেকে আটটি ককটেল ও ছয়টি তাজা পেট্রল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করা হয়। এসময় আশপাশে লোকজনের উপস্থিতি থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অপরাধীরা পালিয়ে যায়। 

ওসি রজব আলী জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো রাখা হয়েছে। কোথায় থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোটা এলো, কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ