শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১

প্রকাশিত : ১২:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪

গাইবান্ধায় ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
সংগৃহীত

গাইবান্ধা শহরে পিকআপ যোগে বিশেষ কৌশলে ফেন্সিডিল বহনকালে ৩৯৭ বোতলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ রতন মিয়া (৩০) (চালক) ও মোঃ আমিনুল ইসলাম (৪২) (হেলপার)কে গ্রেফতার করে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এসময় পিকআপ গাড়ীও জব্দ করা হয়।

র‌্যাব জানায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে একটি মিনি পিকআপ গাড়ী যোগে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে পলাশবাড়ী হইতে গাইবান্ধা শহরের দিকে আসিতেছে। এসময় র‌্যাব সদস্যরা রাত ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রতন মিয়া (৩০) (চালক) রংপুর কোতয়ালী থানার ডেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে এবং মোঃ আমিনুল ইসলাম (৪২) (হেলপার), পঞ্চগড়ের বোদা থানার কমলা পুকুরী গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ