রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫ || ১০ ফাল্গুন ১৪৩১

প্রকাশিত : ০৫:১৫, ১৭ মার্চ ২০২৪

গোবিন্দগঞ্জে বাজার তদারকিতে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান

গোবিন্দগঞ্জে বাজার তদারকিতে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান
সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পবিত্র রমজানে বিভিন্ন মার্কেট ও বাজারগুলোতে দ্রবমূল্য ঊর্দ্ধমুখিতারোধ এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

শুক্রবার (১৫ মার্চ, ২০২৪) বিকালে পৌরসভার বিভিন্ন অভিজাত মার্কেট, কাঁচা বাজার, মাংস পট্টি, চাল পট্টি সহ মুদি দোকানগুলোতে ন্যায্য মূলের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিতে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

তিনি জানান, পুরো রমজানজুড়ে আমাদের এ অভিযান চলমান থাকবে। আমাদের সদস্যরা পৌরসভার বিভিন্ন মার্কেট ও দোকানপাট সহ পৌরসভাজুড়ে সার্বক্ষণিক মনিটরিং কাজে নিয়োজিত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শামসুদ্দিন শেখ ভেলা, এসআই প্রলয় চন্দ্র বর্মা, রায়হান, হারুন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ