বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ || ৬ অগ্রাহায়ণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৮:২৯, ২২ এপ্রিল ২০২৪

গাইবান্ধায় হজ যাত্রীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

গাইবান্ধায় হজ যাত্রীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
সংগৃহীত

গাইবান্ধায় জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আজ সোমবার (২২ এপ্রিল) সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মোজাহারুল মান্নান, জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. গোলাম মর্তুজা, ট্রেইনার হেলাল উদ্দিন সরকার প্রমুখ। 

এই হজ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে ১৫০ জন মহিলাসহ ৪০০ জন হজযাত্রী অংশ গ্রহণ করে। দুইদিন ব্যাপী হজ প্রশিক্ষণে মোট ৮০০ জন হজ যাত্রী অংশ করবে। শেষে দেশের সুসমৃদ্ধি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ