গাইবান্ধা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন সিভিল সার্জন
গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা গতকাল সোমবার গাইবান্ধা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন। এসময় তিনি প্যাথলজি বিভাগ, চিকিৎসকদের চেম্বার, রক্ত গ্রহণ পদ্ধতিসহ ডায়াটেশিয়ান এবং হেলথ্ এডুকেটরের সাথে ডায়াবেটিস রোগীদের সেবাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।
পরে তিনি ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে সমিতির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাস। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আসাদুল হক, সমিতির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কামরুল আলম চিনু, সাইদুর রহমান বাবু, ডাঃ প্রদীপ কুমার কর্মকার, নুরুজ্জামান সরকার, ওবায়দুর রহমান, সুবোধ সাহা প্রমুখ।