রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:৫৯, ১৯ মে ২০২৪

সাঘাটায় ৩ ইটভাটায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

সাঘাটায় ৩ ইটভাটায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে ৮০ হাজার  টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ মে) বেলা ১২ টা থেকে দুপর ২টা পর্যন্ত উপজেলার কামালের পাড়া ইউনিয়নের আগ গড়গরিয়া, কাঠালতলী ও কচুয়া ইউনিয়নের বড়াইকান্দি  এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা  ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী। 

এসময় এস এস বি ই্ট ভাটার মালিক মুকুল মিয়ার ২০ হাজার, এস বি  ইট ভাটার মলিক মানিক ও ফারুক তালুকদার এর ৩০ হাজার এবং কেবিসি ইট ভাটার মলিক শরিফুল ইসলামকে ৩০ হাজার, এ তিনটি ভাটার মালিকের কাছ থেকে মোট  ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ