পলাশবাড়ীতে ৬ টি পৃথক রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
জেলার পলাশবাড়ী পৌর শহরের কালিবাড়ী বাজার জামে মসজিদের রাস্তার সিসি ঢালাইসহ পৃথক ৬ টি রাস্তার ইউনি ব্লক দিয়ে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
১৯ মে রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত পৌর শহরের আন্দুয়া পাকার মাথা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ,নুনিয়াগাড়ী পাকার মাথা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মান, গৃধারীপুর চকপাড়া বাংলালিংঙ্ক টাওয়ার হতে সাদুল্লাপুর রাস্তা পর্যন্তা রাস্তা নির্মান, বাঁশকাটা হাজ্বী ক্যাম্প হতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা নির্মান, জগরজানি পাকার মাথা হতে হিন্দুপাড়া পর্যন্ত রাস্তা ইউনি ব্লক দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধনের এসময় পলাশবাড়ী পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর আকতার,কাউন্সিলর মাহমুদুল হাসান,মঞ্জু তালুকদার,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার,সাজেদা বেগম, পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেরাব হোসেন জনি,ঠিকাদার আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।