পলাশবাড়ীতে ৮২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
পলাশবাড়ী উপজেলায় ৮২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার মো. শরীফুল ইসলামের ছেলে মো. মানিক মিয়া মো. আবু তাহেরের ছেলে মো. মিজানুর রহমান এবং রংপুর জেলার মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে মো. আশিক হাসান।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, বৃহস্পতিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে জেলার পলাশবাড়ী থানার নুনিয়াগাড়ী (প্রফেসর পাড়া) রংপুর-ঢাকা মহাসড়কে রংপুর গামী লেনের পাকা রাস্তার উপর ৩ জন লোক ফেন্সিডিল নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। র্যাব অফিসার ও ফোর্সসহ উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল জব্দসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
উল্লেখ্য যে, তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।