সোমবার   ০৮ জুলাই ২০২৪ || ২৩ আষাঢ় ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:১৩, ৫ জুলাই ২০২৪

সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে সেরা পাটবীজ উৎপাদনকারী পাঁচ চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে - উন্নয়নে প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন - উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোন্তেজার রহমান চঞ্চল, মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন - উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার। এই প্রশিক্ষণে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। একইসাথে এই চাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ