সুন্দরগঞ্জে বিনামূল্যে কৃষকদের সার-বীজ বিতরণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, এসএওপিপি মো. সাদেক হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমুখ। পরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ২ হাজার ৫৫০ জন ধান এবং ১৬০ জন কৃষক বিনামূল্যে পেঁয়াজ ও বীজ পাবেন।