রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৩:৫৪, ১৫ জুলাই ২০২৪

গাইবান্ধায় ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধায় ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মৎস্য আইনের আওতায় ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের দাম প্রায় পৌনে ৩ লাখ টাকা।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ মাঠে এসব চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, রোববার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

এ সময় উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর হরিপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য হুমকি। অভিযান চালিয়ে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পোড়ানো হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ