শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ || ৬ পৌষ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৫:৩১, ২২ আগস্ট ২০২৪

সুন্দরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুন্দরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সংগৃহীত

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (২১ আগষ্ট) আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন তথ্যের ভিত্তিত্বে পুলিশ গত মঙ্গলবার (২০ আগষ্ট) রাতে উপজেলা হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামের কাশিম বাজার খেয়া ঘাটে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করে। আরিফুল কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে।

অপরদিকে একই রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোদ্দা গ্রামে অভিযান চালিয়ে জনৈক রেজাউল হকের বাড়ির সামন থেকে একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি শাহিন আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে মোটরসাইকেল তল্লালি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শাহিন আলম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কিশামত শিমুলতলী গ্রামের ফজর আলীর ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি মোঃ মাহবুব আলম জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ