শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১

প্রকাশিত : ১৮:১৬, ১০ ডিসেম্বর ২০২৩

যে দেশে একই সময় অর্ধেক অংশে দিন, বাকি অর্ধেকে রাত

যে দেশে একই সময় অর্ধেক অংশে দিন, বাকি অর্ধেকে রাত
সংগৃহীত

একই সময়ে একই দেশের অর্ধেক অংশে থাকে দিন, বাকি অর্ধেক ডুবে থাকে অন্ধকারে। অসম্ভব এ ঘটনাটি প্রতি বছরই ঘটে ঐ দেশে। এছাড়া দেশটিতে আছে ১১টি টাইম জোন। ঐ দেশের এক অংশের মানুষ যখন সকালের নাশতা খায়, তখন অন্য অংশের মানুষ করে ডিনার।

দেশটির নাম রাশিয়া। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এটি। রাশিয়ায় এ ঘটনা ঘটে বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত, প্রায় ৭৬ দিন। এ কারণে রাশিয়াকে বলা হয় ‘কান্ট্রি অব মিডনাইট সান’ বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।

রাশিয়ার একটি শহর মরমস্ক। এখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সে সময় দিনরাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায়। সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যায়। রাশিয়ার এই শহরে সূর্য কখনো অস্ত যায় না, সেটি কেবল আকাশজুড়ে ঘুরে চলে।

রাশিয়া সম্পর্কে আরো কিছু মজার তথ্য-
* রাশিয়াকে বলা হয় ফাদার অব ভদকা। এ দেশেই প্রথম ভদকা পানের চল হয়েছিল।

* এ দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। অর্থাৎ সেখানে নারীদের প্রাধান্য অধিক।

* রাশিয়ায় অ্যালকোহল পানের প্রবণতা অত্যাধিক। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রতি বছর ৫ লাখ মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যান।

* রাশিয়া পশুপ্রেমী দেশ। এ দেশের মানুষ পশুদের যে শুধু ভালোবাসে তা নয়, পশুদের বিশেষ যত্নও নেয়। এ দেশে মানুষের জন্য থাকার ঘর থাকুক বা না থাকুন, শিয়ালদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ