বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ || ১৫ মাঘ ১৪৩১

প্রকাশিত : ১৭:১১, ২৩ ডিসেম্বর ২০২৩

পার্কে হাঁটতে গিয়ে পেলেন হীরা!

পার্কে হাঁটতে গিয়ে পেলেন হীরা!
সংগৃহীত

যুক্তরাষ্টের আরকানসাস অঙ্গরাজ্যের মারফ্রিসবোরো শহরের ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্কে গিয়েছিলেন জেরি ইভানস। পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ কাচের টুকরোর মতো কিছু একটা চোখ পড়তেই সেটা তুলে পকেটে রাখেন তিনি। পরে জানতে পারেন সেটি আসলে মূল্যবান হীরার টুকরো। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের পার্ক, ঐতিহ্য ও পর্যটন বিভাগ জানায়, খুঁজে পাওয়া ওই হীরাটি ৪ দশমিক ৮৭ ক্যারেটের।

ইভানস সেই টুকরাটি আসলে কিসের তা নিশ্চিত হওয়ার জন্য সেটি জেমোলজিক্যাল ইন্সটিটিউট অব আমেরিকাতে পাঠান। কয়েক সপ্তাহ পর তাকে জানানো হয়, ছোট্ট এই টুকরাটি হীরা।  

এই খবরে খুশিতে আত্মহারা হন ইভানস, হীরাটির নাম দেন ‘ইভানস' ডায়মন্ড’। এরপর ইভানস চলে যান পার্ক কর্তৃপক্ষের কাছে। তাদের জানিয়ে দেন, পার্কে ঘুরতে গিয়ে তিনি হীরা পেয়েছেন।  

ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্কের সহকারী তত্ত্বাবধায়ক ওয়েমন কক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমি খুবই আনন্দিত যে ইভানস তার স্মরণীয় হীরাটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করতে পার্কে এনেছিলেন। আমি অনেক মানুষের কাছে অনেক ই–মেইল পাই, যারা তাদের খুঁজে পাওয়া বস্তুগুলো শনাক্ত করার অনুরোধ করেন। ইভানসকেই প্রথম পেলাম, যিনি জেমোলজিক্যাল ইন্সটিটিউটে পাঠিয়ে শনাক্ত করার পর আমার কাছে এলেন।

কক্স বলেন, ইভানসের পাওয়া হীরাটি দর্শনীয়। এটি উজ্জ্বল সাদা রঙের স্ফটিক। অতীতে আমার দেখা এমন অনেক বড় হীরার কথা মনে পড়ে গেল।

দ্য স্টেট পার্ক বিভাগ জানায়, ২০২০ সালে ৯ দশমিক শূন্য ৭ ক্যারেটের একটি বাদামি হীরা পাওয়া গিয়েছিল। এরপর ইভানসের পাওয়া হীরাটিই সবচেয়ে বড়। ২০২৩ সালে ওই পার্ক থেকে পাওয়া ৭৯৮টি হীরার নিবন্ধন হয়েছে।

উল্লেখ্য, ক্রেটার অব ডায়মন্ড স্টেট পার্কে হীরা খুঁজে পাওয়ার চল আছে। ১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত ৭৫ হাজারেও বেশি হীরা খুঁজে পাওয়া গেছে। শুধু ২০২৩ সালেই পাওয়া গেছে ৭৯৮ টি হীরক খণ্ড।

 

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ