বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ || ৬ অগ্রাহায়ণ ১৪৩১

প্রকাশিত : ১৭:৩৮, ৯ জানুয়ারি ২০২৪

মাঝ আকাশে উড়োজাহাজ থেকে পড়েও অক্ষত আইফোন

মাঝ আকাশে উড়োজাহাজ থেকে পড়েও অক্ষত আইফোন
সংগৃহীত

প্রায় ১৬ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়েও ক্ষতির মুখোমুখি আইফোন! অথচ আকাশে উড়ন্ত  কোনো ফোন নিচে পড়ে গেলে, সেটি খুঁজেই পাওয়ার কথা না।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনাথন বেটস নামক এক ব্যক্তি ফোনটি খুঁজে পাওয়ার কথা জানান। যদিও ফোনটির নির্দিষ্ট মডেল সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৪ প্রো অথবা ১৫ প্রো সিরিজের ফোন হবে এটি।

সিনাথন বেটস বলেছেন, বার্নস রোডে হাটার সময় আইফোনটি পেয়েছি। ফোনটিতে এখনও পর্যন্ত অর্ধেকের বেশি চার্জ আছে। ফোনটির ইন-ফ্লাইট অ্যাক্টিভেশন মোড চালু আছে। এবং আলাস্কা এয়ারলাইন্সের একটি লাগেজ দাবির অনলাইন রশিদ রয়েছে খোলা রয়েছে। ১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও ফোনটি বেঁচে গেছে।

তিনি বলেন, ফোনটি পাওয়ার পর আমি এনটিএসবি (মার্কিন যুক্তরাষ্ট্রের এভিয়েশন বিষয়ক তদন্ত সংস্থা) -কে জানাই। তখন তারা বলেছিল, এটি খুঁজে পাওয়া দ্বিতীয় ফোন, তবে এখনও কোনো দরজা পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৭ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উড্ডোয়নের সময় দরজা ভেঙ্গে উড়ে যায়।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ