বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ || ৬ অগ্রাহায়ণ ১৪৩১

প্রকাশিত : ১২:১৬, ২১ জানুয়ারি ২০২৪

ঘোড়ায় চড়ে এলেন বর, কনে নিয়ে গেলেন পালকিতে

ঘোড়ায় চড়ে এলেন বর, কনে নিয়ে গেলেন পালকিতে
সংগৃহীত

সোনালী শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে বর গেলেন বিয়ে করতে। সব আয়োজন শেষে নববধূ বহনকারী পালকি ছুটছে গ্রামের পথ ধরে। ঘোড়ায় চড়ে বর, আর বেহারার কাঁধের পালকিতে কনে। লাল ঘোমটার লাজুক বধূর রাঙা মুখ দেখতে গ্রামীণ সড়কে পালকির পেছন পেছন ছুটছে শিশু-কিশোররা।

গ্রাম বাংলার চিরায়ত প্রথা পালকি চরে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার আগে শ্বশুর বাড়ি যান পটুয়াখালী বাউফলের এক নববধূ। আদি বাংলার পুরোনো সাজে এই বিয়ের আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাসের কমতি ছিল না।

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে আনজু সিকদারের ছেলে মো. রুবেল সিকদার (৩০) বিয়ে করেন একই ওয়ার্ডের মো. আব্দুর রবের কন্যা ইয়ানুর আক্তারকে (২০)। পারিবারিকভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই গ্রামের বাসিন্দা হারুন খান বলেন, ‘আজকাল গ্রামে এ ধরনের বিয়ের অনুষ্ঠান চোখে পড়েনা। বর ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি এসে পালকিতে করে বউ নিয়ে গেছেন। এগুলো আমরা আগে সিনেমায় দেখতাম। আজ বাস্তবে দেখে ভালোই লেগেছে। ওই নব দম্পতির জন্য শুভ কামনা রইল।

বর মো. রুবেল সিকদার বলেন, ৮০'র দশকে পালকি ছিল,পালকিতে করে বউ নিত, আজকের এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি এ আয়োজন করেছি।’

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ