বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৬:৩১, ৯ আগস্ট ২০২৪

বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রি বেড়েছে ২২ শতাংশ

বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রি বেড়েছে ২২ শতাংশ
সংগৃহীত

গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর এপ্রিল-জুনে ট্যাবলেট বিক্রি বেড়েছে ২২ শতাংশের বেশি। এ সময় সারা বিশ্বে ডিভাইসটি বিক্রি হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ইউনিট।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি এবার ১ কোটি ২৩ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ২ শতাংশ বেশি। এ সফলতায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অ্যাপলের নতুন ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো মডেলগুলো।

আইডিসির প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর এপ্রিল-জুন প্রান্তিকে ট্যাবলেট বিক্রির সফলতার দিক থেকে শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে শেষে রয়েছে শাওমি। কোম্পানিটি এ সময় ২০ লাখ ইউনিট ডিভাইস বিক্রি করেছে।

ল্যাপটপ ও স্মার্টফোনের মতো ট্যাবলেটের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। কোম্পানিগুলো ব্যবহারকারীর সুবিধার কথা চিন্তা করে নতুন নতুন ফিচার ও আপডেটসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট নিয়ে আসছে বাজারে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ