বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ || ১৪ কার্তিক ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:০৪, ১৮ জুলাই ২০২৪

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক!

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক!
সংগৃহীত

ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই বড় চমক দেখাতে যাচ্ছেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা টি-২০ থেকে অবসর নেয়ায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক।

তবে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর কোচ হতেই বদলে গেছে সব হিসাব। ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, আপাতত ভারতের অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের। জাতীয় দলের নেতৃত্ব পেতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে আরো অপেক্ষা করতে হবে। তার পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে যাচ্ছেন সূর্যকুমার যাদব।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। দু’একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসেবে প্রকাশ করবে ভারত। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন এই ব্যাটার।

সূর্যকুমার ভারতীয় দলকে দুইটি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। এদিকে হার্দিককে দলে সহ-অধিনায়ক হিসেবেই রাখা হবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ