প্যারিস অলিম্পিকে আয়ারল্যান্ডের হয়ে প্রথম স্বর্ণ জিতলেন উইফেন
আয়ারল্যান্ডের প্রথম পুরুষ সাঁতারু হিসেবে স্বর্ণ পদক জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সাঁতারু ড্যানিয়েল উইফেন। প্যারিস অলিম্পিকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয় করেছেন তিনি।
২৩ বছর বয়সী এই সাঁতারু ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ডে ওয়াল স্পর্শ করেন। সাঁতারের এই ইভেন্টে এটি পঞ্চম দ্রুততম সময়। স্বর্ণ জয়ে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান চ্যম্পিয়ন ববি ফিনকে (৭:৩৮.৭৫ সেকেন্ড) ও টোকিও গেমসে রৌপ্য পদক জয়ী ইতালির গ্রেগরিও পালট্রিনেইরিকে (৭:৩৯.৩৮ সেকেন্ড) পিছনে ফেলেছেন।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইফেন ৪০০ মিটারের পর থেকেই পুলের নিয়ন্ত্রণ নিজের করে নেন। এ সময় পর্যন্ত অস্ট্রেলিয়ান এলিজা উইনিংটন এগিয়ে চিলেন। কিন্তু দারুণ এক প্রতিদ্বন্দ্বীতা শেষে আইরিশম্যান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। পালট্রিনেইরি ৬০০ মিটারে লিড নিয়েছিলেন। কিন্তু শেষ টার্মে উইফেন আর কাউকেই পাত্তা দেননি।
এর আগে ১৯৯৬ আটালান্টা গেমসে নারী আইরিশ সাঁতারু মিশেল স্মিথ তিনটি স্বর্ণ জয় করে ইতিহাস রচনা করেছিলেন। উইফেন প্যারিস অলিম্পিকে ১৫০০ মিটার ফ্রিস্টাইল ও ১০ কিমি ওপেন ওয়াটার সাঁতারেও অংশ নিবেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ