স্বর্ণপদকের লড়াইয়ে সমানে সমান যুক্তরাষ্ট্র-চীন
সময় যতো ফুরিয়ে আসছে, প্যারিস অলিম্পিকের পদক তালিকার শীর্ষস্থানে থাকার লড়াইটা ততোই হয়ে উঠছে জমজমাট। চতুর্দশ দিন শেষে সমান ৩৩টি স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র ও চীন। সর্বমোট পদক তালিকায় এগিয়ে থাকায় এক নম্বর অবস্থানটা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এদিন চমক দেখিয়ে তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছে জাপান।
পদক তালিকর সেরা তিনে আসেনি পরিবর্তন। যুক্তরাষ্ট্র ৩৩টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য ও ৩৯টি ব্রোঞ্জপদকসহ মোট ১১১টি পদক জিতেছে। চীনের ৩৩টি স্বর্ণের পাশাপাশি ২৭টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ পেয়েছে সবমিলিয়ে ৮৩ পদক।
১৮টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জসহ ৪৮ পদক নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। সূর্যোদয়ের দেশ জাপান ১৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৭ পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। জাপানের চেয়ে পদক বেশি পেলেও সোনা জয়ে পিছিয়ে থাকায় পঞ্চম অবস্থানে গ্রেট ব্রিটেন। এ পর্যন্ত তারা ১৪টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ ৫৭টি পদক জিতেছে।
দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে চলে যাওয়া ফ্রান্সের ঝুলিতে ১৪টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ। সাউথ কোরিয়া পিছিয়েছে দুই ধাপ। এশিয়ার দেশটি পেয়েছে ১৩টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ।
সূত্র: ডেইলি বাংলাদেশ